চট্টগ্রাম

বন্দরে ইঞ্জিন বিকল হয়ে ডুবলো পাথর বোঝাই বাল্কহেড

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা আংকরেজ এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ‘এমভি পিংকি’ নামের একটি বাল্কহেড ডুবে গেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫ জন নাবিককে।
বন্দরে ইঞ্জিন বিকল হয়ে ডুবলো পাথর বোঝাই বাল্কহেড
বন্দরে ইঞ্জিন বিকল হয়ে ডুবলো পাথর বোঝাই বাল্কহেড
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা লাইট হাউস থেকে ২ নটিক্যাল মাইল দূরে এ দুর্ঘটনা ঘটেছে।

নতুন ব্রিজ থেকে ভাসানচরে পাথর নিয়ে যাচ্ছিল ‘এমভি পিংকি’ নামের বাল্কহেডটি।

সূত্র জানায়, বাল্কহেডটির ইঞ্জিন চলমান অবস্থায় বিকল হলে একটি মার্চেন্ট শিপের চেইন ক্যাবলের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনায় পতিত হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের হাইস্পিড বোট ‘স্টিংরে’ চারজন নাবিককে উদ্ধার করে। জাহাজ থেকে লাফ দেওয়া একজন নাবিককে উদ্ধার করে এমভি নাফিজা জাহান নামে একটি জাহাজ।

কোস্টগার্ড পূর্বজোনের লে. আবদুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়েই কোস্ট গার্ডের হাইস্পিড বোট পাঠিয়ে ৫ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না, চ্যানেল স্বাভাবিক রয়েছে।

বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ