আ.জ.ম নাছিরের রোগমুক্তি কামনায় কোতোয়ালি থানা ছাত্রলীগের দোয়া মাহফিল
কোতোয়ালি থানা ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকৎ আ.জ.ম নাছির উদ্দীন এর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার নগরীর আলকরণস্থ আহমদিয়া হাসেমিয়া ইসমাঈলিয়া মাদ্রাসায় বাদে মাগরিব কোতোয়ালি থানা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে করোনা আক্রান্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীনের রোগমুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়। এছাড়া তার পরিবারের জন্য , বিশেষ করে উনার মা বাবার জন্য দোয়া চাওয়া হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন- ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ইয়াছির আরাফাত আরো উপস্থিত ছিলেন মহনগর ছাত্রলীগের উপ-সম্পাদক মুনির চৌধুরী,ইমরান আলী মাসুদ,রায়হানুল কবির শামীম,নাছির উদ্দীন কুতুবী, রিজোয়ানুল কবির সজীব।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য জালাল আহমেদ রানা, সদস্য ইফতেখার হোসেন শায়ান,ছাত্রনেতা আব্দুল ওয়াজেদ,সৈয়দ রবিউল আলম বাধন, মোঃ সাদ্দাম হোসেন,ইরফান আলী ফাহিম, ইসতিয়াক আহমেদ,ইমদাদুর রহমান রিয়াদ,আতিক মোহাম্মদ রাফসান, তানভীরুল ইসলাম, রাব্বী হোসেন আদি, নেওয়াজ শরীফ মাসফি, শাহরিয়ার আহম্মেদ শুভ, শাহাদাৎ হোসেন, বোরহান উদ্দীন রবিউল হোসেন প্রমুখ।
এসি/বে অব বেঙ্গল নিউজ/স্টাফ রিপোর্টার।