আসছে পেঁয়াজের বিশাল চালান বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে
নিষেধাজ্ঞা দেয়ার আগে এলসি করা পেঁয়াজ আমদানির অনুমতি মিলেছে। হিলি ও বেনাপোল স্থলবন্দর দিয়ে ঢুকবে এসব চালান। এমনটাই জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারক হারুনুর রশিদ।
দিল্লিতে সরকারের সাথে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে দাবি তার। হারুনুর রশিদ জানিয়েছেন শর্তসাপেক্ষে আমদানি করার অনুমতি মিলেছে। স্থলবন্দরের ওই পারে প্রায় দেড়শতাধিক পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে ঢোকার জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
হিলি স্থলবন্দরের আমদানিকারক হারুনুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের ভারতের এক্সপোর্টাররা জানিয়েছে আগামীকাল যে টেন্ডার গুলো ছিল পেঁয়াজের তারা নাকি সে গুলা দিবে।
ডাব্লিও বি বি ও / বে অব বেঙ্গল নিউজ