আল্লামা আহমেদ শফী আর নেই
হেফাজতে ইসলামের আমীর ও হাটহাজারী মাদ্রাসার সাবেক পরিচালক আল্লামা আহমদ শফী আর নেই। ঢাকার আজগর আলী হাসপাতালের তিনি মারা গিয়েছেন এমন একটি লাইভ সোশ্যাল মিডিয়ার ভিডিও বে অফ বেঙ্গল নিউজ এর হাতে এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়েছিল। এর আগে তিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক এর পদ থেকে অব্যাহতি নেন। কিন্তু ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকার কথা ছিল তার। কিন্তু শুক্রবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। মৃত্যুকালে তিনি ঢাকার আজগর আলী হাসপাতালের ছিলেন।
দুই দিন ধরে সাত হাজারের অধিক শিক্ষার্থীর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়ে আসছিল জাম মাদ্রাসার পরিবেশকে এক ধরনের যুদ্ধ ক্ষেত্র তৈরি করেছিল। শিক্ষাঙ্গন পরিচালনায় আইন অমান্য করায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা বোর্ড মাদ্রাসা বোর্ডের পক্ষ হতে , উক্ত শিক্ষাঙ্গন বন্ধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য মৃত্যুকালে আল্লামা আহমেদ শফি শতবর্ষের ও অধিক বয়সী ছিলেন। এছাড়া তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।