আলোকিত বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা ও ভোজন কর্মসূচী
লোহাগাড়াঃ “আলোকিত বাংলাদেশ” সমবায় সমিতির উদ্যোগে সুবিধা বঞ্চিত রিকশা চালকদের নিয়ে ও জিফরস মোটরসের সৌজন্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও একবেলা ভোজন কর্মসূচী পালিত হয়।
মঙ্গলবার তরুণ ঐক্য ফোরাম এর সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন’র সঞ্চালনায় ও “আলোকিত বাংলাদেশ” এর সম্মানিত চেয়ারম্যান নুর মোহাম্মদ এর সভাপতিত্বে উক্ত কর্মসূচী পরিচালিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক ডাঃ এইচ এম ছফিউল্লাহ নোমান, শিক্ষানুরাগী ওয়াহেদ হোসেন, সংগঠক তুষার আহমেদ কাইছার, হাদিসুর রহমান মিসবাহ, লোকমান প্রমূখ।
এ সময় অতিথিরা বক্তব্য রাখেন, এতে বক্তারা সমাজের অন্যতম পেশা রিক্সাচালকদের নিয়ে আলোকিত বাংলাদেশ এর বিভিন্নমুখী কর্মসূচির প্রশংসা করেন।
লোহাগাড়া, চট্টগ্রম / বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news