চট্টগ্রাম

আরাকান আর্মির ৩ সদস্য আটক

বান্দরবানে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি (এএ) প্রশিক্ষণপ্রাপ্ত ৩ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার প্রবেশ পথের রেইছা সেনাবাহিনীর চেকপোস্টে অটোরিক্সা আটকে তল্লাশী করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি (এএ) প্রশিক্ষণপ্রাপ্ত ৩ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- নিওয়াই (৩০), চসি (৩২) এবং চলুমং (২৮)। এদের বাড়ি মিয়ানমারের আরাকান রজ্যের মান্দা এলাকায়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনীর সদস্যরা আটককৃতদের পুলিশের কাছে হস্থান্তর করেছে। এদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে বান্দরবান সদর থানায় মামলা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিষয়টি স্বীকার করেছে। প্রসঙ্গত; পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে আরাকান আর্মির সাথে সেই দেশের সেনাবাহিনীর মধ্যে কিছুদিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে।

বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ