তোপের মুখে শেষমেষ আরব দেশগুলোকে পণ্য বয়কট বন্ধের আর্জি জানিয়েছেন- ফরাসি প্রেসিডেন্ট
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কার্টুন প্রদর্শনের পক্ষে সাফাই তোলাই, ফ্রান্সের পণ্য বর্জনের দাবি উঠেছে বিভিন্ন দেশে। এছাড়া প্রতিবাদ অব্যাহত রয়েছে বিভিন্ন দেশে। তোপের মুখে শেষমেষ আরব দেশগুলোকে পণ্য বয়কট বন্ধের আর্জি জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। রোববার বিক্ষোভ হয় কুয়েত, সিরিয়া, লিবিয়া, তুরস্ক ও ফিলিস্তিনে।
সুপার শপ থেকে এরই মধ্যে ফ্রান্সের পণ্য সরিয়ে ফেলা হয়েছে জর্ডান কাতার এবং কুয়েতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ এর মাধ্যমে সৌদি আরবে ফরাসি পণ্য বয়কট এর প্রতিবাদ চলছে।
উল্লেখ্য সপ্তাহখানেক আগে ফ্রান্সের একটি বিদ্যালয় একজন শিক্ষক হযরত মোহাম্মদ সাঃ এর কার্টুন একে তা প্রদর্শন করেন। ওই শিক্ষকের নাম ছিল স্যামুয়েল পেটু। ওই কার্টুন প্রদর্শনের পর এক শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষকের শিরচ্ছেদ করেন। এরপরই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের সরকারি ভবনে মহানবীর কার্টুন প্রদর্শন করা বন্ধ হবে না বলে মন্তব্য করেন।