আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা…
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর উদ্যোগে মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আজ ২৮ সেপ্টেম্বর, ২০২০ খ্রীষ্টাব্দ, সোমবার, সকাল ৯:০০ মিনিটে এক বিশেষ প্রার্থনানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত প্রার্থনানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ।
বিহারাধ্যক্ষ ধর্মমিত্র মহাথেরোর সভাপতিত্বে প্রার্থনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশন এর সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন- ২১ নং ওয়াডের কাউন্সিলর জনাব মাসুম গণি তাপস, ফেডারেশন এর সভাপতি প্রকৌ: দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া , মি: অশোক বড়ুয়া, সাবেক সভাপতি মি: নেত্রসেন বড়ুয়া ও স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয়নেতা রাহুল বড়ুয়া প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন – ফেডারেশন এর সহসভাপতি ভদন্ত বুদ্ধানন্দ মহাথের, সহসভাপতি মি: রিপন কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক মি: উত্তম কুমার বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক রূপায়ণ বড়ুয়া, যুব সম্পাদক চারুউত্তম কুমার বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস মধুমিতা বড়ুয়া, নারীনেত্রী বেবী বড়ুয়া , মি: সজীব বড়ুয়া সাজু, মি: উৎপল বড়ুয়া, মি: অমল বড়ুয়া, প্রকৌ: মিহির বড়ুয়া , মি: জীবক বড়ুয়া , ছোটন বড়ুয়া, মি: সৌমেন চৌধুরী প্রমূখ।
রিপন বড়ুয়া/বিবিএন /স্টাফ রিপোর্টার।