আজ সিনহা হত্যার ঘটনাস্থলে যাচ্ছে র্যাব ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলালকে নিয়ে…
শুক্রবার (২১আগষ্ট) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা খাইরুল ইসলাম এই তিন আসামিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর পুলিশ চেকপয়েন্টে মেজর সিনহার হত্যার ঘটনাস্থলে নিয়ে যাবেন।
টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনা স্থলে নেয়া হচ্ছে ওই ঘটনায় অভিযুক্ত মূল তিন আসামি ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে।
এই তিন আসামিকে গত ১৮ আগষ্ট থেকে কক্সবাজার কারাগার থেকে র্যাব তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় সিনহার বড় বোনের দায়ের করা মামলায় এই পর্যন্ত ১৩ জন আসামি গ্রেফতার হয়েছেন। তদন্তকারী সংস্থা র্যাবের আবেদনের প্রেক্ষিতে প্রত্যেক আসামীদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ইতোমধ্যেই সাত জনের সাত দিন করে রিমান্ড শেষ হয়েছে। এখন ঘটনার মূল অভিযুক্ত আসামী বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।