আজ মহিম উদ্দীন মহিম এর ১৬তম মৃত্যুবার্ষিকী
মহিম উদ্দীনের স্মরণে পারিবারিক ভাবে গরীব,এতিম ও রাজনৈতিক কর্মীদের জন্য মেজবানের আয়োজন করা হয়।
আজ (২৯ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক মহিম উদ্দীন মহিম এর ১৬তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালে ৮ জানুয়ারী বিএনপি জামাত জোট সরকারের আমলে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে তার মৃত্যু ঘটে।
তিনি ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ এর সাবেক ভিপি ছিলেন।
এদিকে তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন স্থানে স্মরণ সভা, দোয়া মাহফিল ও অসহায়-দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।
এবং তার ভাই সাবেক ১৫নং বাগমনিরাম ওয়ার্ড,চট্টগ্রাম সিটি করপোরেশন কাউন্সিলর মোঃ গিয়াসউদ্দিন এর সাথে বে অব বেঙ্গল এর যোগাযোগ হলে তিনি জানান, আজ মহিম উদ্দীনের স্মরণে পারিবারিক ভাবে গরীব,এতিম ও রাজনৈতিক কর্মীদের জন্য মেজবানের আয়োজন করা হয়। তিনি সারাদিন কার্যক্রম শেষে ক্লান্ত। তিনি সকলের কাছে তার মরহুম ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া কমনা করেন।
আর সি/বে অব বেঙ্গল নিউজ ডটকম
বে অব বেঙ্গল নিউজ /BAY OF BENGAL NEWS