আজ নাকি বয়ফ্রেন্ড দিবস
আজ ০৩ অক্টোবর, বয়ফ্রেন্ড দিবস। অন্য আর দশটা উপলক্ষের মতো বয়ফ্রেন্ডদের জন্যও আলাদাভাবে উদযাপিত হচ্ছে আজকের এ দিনটি।
সারা দিনের কাজ শেষে বাড়ি ফিরে হয়তো সবকিছু জানানোর সময় হয় না বয়ফ্রেন্ডদের। হোয়াটসঅ্যাপে অনেক কথার উত্তরে শুধু একটা ‘ওকে’ লিখে পাঠিয়ে দেন সময়ের অভাবে। এ সবকিছু আলাদাভাবে পালনের জন্যই বয়ফ্রেন্ডদের নিয়ে আজ ৩ অক্টোবর পালিত হচ্ছে বয়ফ্রেন্ড দিবস।
বিশ্বের বিভিন্ন দেশে বয়ফ্রেন্ড দিবসে বয়ফ্রেন্ডদের নিয়ে মজা করতে মেতে উঠছেন তাদের বান্ধবীরা। সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভরে উঠেছে মজার মজার মিম দিয়ে। অনেকেই টুইটে জানাচ্ছেন শুভেচ্ছা।
ইন্টারনেটে গুগল হতে প্রাপ্ত বিভিন্ন সূত্র বলছে, ২০১৪ সালে যাত্রা শুরু হয় দিবসটির। ২০১৬ সাল থেকে এটি জনপ্রিয় হতে শুরু করেছে। বর্তমানে বিশ্বজুড়েই দিনটি বেশ সমাদৃত হচ্ছে।
তথ্য সূত্রঃ গুগল সার্চ ইঞ্জিন ও ইন্টারনেট।
ডব্লিও বি বি ও / বে অব বেঙ্গল নিউজ / বয়ফ্রেন্ড দিবস