রাশিফলসকল সংবাদ

আজকের রাশিফল || বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ

তো চলুন জানিয়া নেওয়া যাক আপনার আজকের রাশিফল ও গ্রহ-নক্ষত্র কি বলিতেছে-
আজকের রাশিফল || বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ
আজকের রাশিফল || বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ

মেষ রাশির আজকের রাশিফল: প্রিয়জন ও বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি করিবে। পুরনো সম্পর্ক নবায়ন হইতে পারে। শরীরের যত্ন নিন।অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হইবে। জনসংযোগ ও প্রচারমূলক কাজে অগ্রগতি।

বৃষ রাশির আজকের রাশিফল: প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব হইতে পারে। আবেগের বশে কাজে ভুল হইবে। সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখুন। পথচলায় সতর্ক থাকুন।মানসিক অস্থিরতার কারণে কাজে বিঘ্ন ঘটিবে।

মিথুন রাশির আজকের রাশিফল: অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির সম্ভাবনা। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে ওঠার সুযোগ আসিবে।কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হইতে পারে। বিনোদনমূলক কাজে আনন্দ পাইবেন। রোমান্স শুভ।

কর্কট রাশির আজকের রাশিফল: কোনো কিছু নিয়ে অনিশ্চয়তায় ভুগতে পারেন। ভূমি, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয় শুভ।কর্মক্ষেত্রে চাপ থাকলেও কিছু ইতিবাচক সংবাদ পাইবেন।
আপনাকে ধৈর্যশীল ও সহিষ্ণু হইতে হইবে।

সিংহ: ব্যবসায় কোনো পরিবর্তনের কথা ভাবিতে পারেন। নিজের বুদ্ধি ও পরিশ্রম আপনাকে সাফল্যের পথে নিয়ে যাইবে। শরীরের যত্ন নিবেন।কোনো যোগাযোগে আর্থিক উন্নতির সম্ভাবনা।

কন্যা: ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাইবেন।আনন্দদায়ক কোনো সংবাদ পাইতে পারেন। অর্থলাভ হইবে।। প্রিয়জনের মতামতকে অগ্রাধিকার দিন।

তুলা: আয়ের ক্ষেত্র পূর্বের তুলনায় আশাপ্রদ। জীবন সম্পর্কে ইতিবাচক থাকুন। হতাশ লোকদের এড়িয়ে চলুন।নতুন যোগাযোগ উৎসাহিত করিবে। কোনো গুণের জন্য সমাদৃত হইবেন।

বৃশ্চিক: যৌথ কাজে সুবিধা পাইবেন। ব্যবসায় কোনো পরিবর্তনের কথা ভাবিতে পারেন। প্রার্থনায় স্বস্তি পাইবেন।সামাজিক যোগাযোগ বাড়িবে। কাজের পরিবেশ মাঝেমধ্যে প্রতিকূল হলেও ক্ষতিকর হইবে না।

ধনু: আত্মবিশ্বাস নিয়ে কাজ করিলে সাফল্য পাইবেন। আয়ের ক্ষেত্র প্রসারিত হইবে। বন্ধুসঙ্গ আনন্দ দিবে।
আজ ভালো সময় কাটিবে। আবেগ ও উদ্দীপনাবশত কাজে ঝাঁপিয়ে পড়িবেন।

মকর: ভাগ্য সর্বক্ষেত্রে সাহায্য করিবে। সামাজিক মর্যাদা বাড়িবে। ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি আশা করা যায়। সময় আনন্দে কাটুক।আর্থিক সুবিধা পাইতে পারেন। ভালো কাজের আশ্বাস পাইবেন।

কুম্ভ: বিদেশে অবস্থানকারী কারো দ্বারা লাভবান হইতে পারেন। ভ্রমণ শুভ।শিক্ষার্থীদের লেখাপড়ায় অগ্রগতি হইবে। কর্মপরিবেশ অনুকূলে থাকিবে। অর্থলাভ হইবে; তবে প্রত্যাশামতো হইবে না।

মীন: বাড়তি খরচ নিয়ে চিন্তা। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ। কাজ মাঝপথে আটকে যাইতে পারে। যেকোনো প্রতিবন্ধকতায় দৃঢ়তার পরিচয় দিন।কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়িবে। কিছুটা আর্থিক চাপ থাকিবে।

বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news
 

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ