আজকের রাশিফল || বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ
তো চলুন জানিয়া নেওয়া যাক আপনার আজকের রাশিফল ও গ্রহ-নক্ষত্র কি বলিতেছে-
মেষ রাশির আজকের রাশিফলঃ
কিছুটা মানসিক চাপ অনুভব করিবেন। কোনো কিছু নিয়ে অনিশ্চয়তায় ভুগিতে পারেন।কোনো ভুল সিদ্ধান্তের কারণে অনুতপ্ত হইতে পারেন। মতবিরোধ আছে এমন মানুষকে এড়াইয়া চলুন।
বৃষ রাশির আজকের রাশিফলঃ
উপার্জনের রাস্তা খুলিবে। সময়োপযোগী পদক্ষেপ আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে।ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাইবেন। আটকে থাকা কাজ সচল হইতে পারে।
মিথুন রাশির আজকের রাশিফলঃ
কোনো প্রচেষ্টা শেষ মুহূর্তে আশা ভঙ্গ করিতে পারে। ব্যবসায় কোনো পরিবর্তনের কথা ভাবিতে পারেন।কোনো স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি।পারিবারিক শান্তি বজায় রাখুন।
কর্কট রাশির আজকের রাশিফলঃ
অসমাপ্ত কাজ সেরে ফেলা উচিত। অন্যের পরামর্শে চলিবেন না।কোনো যোগাযোগে আশাবাদী হইবেন। ভ্রাতৃস্থানীয় ব্যক্তির সাহায্য পাইবেন। প্রেম-প্রণয়ে সমস্যার অবসান হইবে।
সিংহ রাশির আজকের রাশিফলঃ
সামান্য বুদ্ধি প্রয়োগ করিলেই শুভ ফলের আশা। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিলে সুফল পাইবেন।অর্থপ্রাপ্তির সম্ভাবনা রহিয়াছে। নতুন কাজের যোগাযোগ আসিবে। ভ্রমণ শুভ।
কন্যা রাশির আজকের রাশিফলঃ
পুরনো কোনো সমস্যা সমাধানে অগ্রগতি হইবে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।কোনো যোগাযোগ সার্থক রূপ নিতে পারে। আপনার কাজে অন্যের প্রশংসা পাইবেন।
তুলা:
ধর্মীয় কাজে আগ্রহ বাড়িবে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করিবেন না।
আকস্মিক কোনো সুযোগ আসিতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় হইবে। স্বজন বিষয়ে উদ্বেগ থাকিবে।
বৃশ্চিক:
আয়ের নতুন কোনো উৎস পাইতে পারেন। ভালো কোনো বন্ধু পাইবেন যে বিভিন্নভাবে আপনাকে সাহায্য করিবে। ব্যবসায় জটিলতা দূর হইবে। প্রেম-প্রণয়ে সুসময়। ইতিবাচক মনোভাবে সুফল পাইবেন।
ধনু:
বৈষয়িকভাবে লাভবান হওয়ার সুযোগ আসিবে। পরিকল্পনা বাস্তবায়নে অন্যকে প্রভাবিত করিতে পারিবেন। অসুস্থরা সতর্ক থাকিবেন।
কাজে উন্নতির প্রবল যোগ রহিয়াছে। কাজকর্মে প্রসার লাভ হইবে।
মকর:
বিদেশসংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হইতে পারে। সন্তানের কোনো শুভ সংবাদ পাইতে পারেন। গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখুন।আর্থিক উন্নতির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসিতে পারে।
কুম্ভ:
প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ বাড়িবে। পরিবেশ নিয়ন্ত্রণে থাকিবে না।কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হইবেন।কাজ মাঝপথে আটকে যাইতে পারেন। ধৈর্য ধরে সুসময়ের অপেক্ষা করুন।
মীন:
শরীরের যত্ন নেওয়া দরকার।সামাজিক যোগাযোগ বাড়িবে। যৌথ কাজে অগ্রগতি। প্রিয়জন ও বন্ধুসঙ্গ আনন্দ বৃদ্ধি করিবে। অসমাপ্ত কাজ শেষ করুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হইবে।