আজকের রাশিফল || বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ
তো চলুন জানিয়া নেওয়া যাক আপনার আজকের রাশিফল ও গ্রহ-নক্ষত্র কি বলিতেছে-
মেষ রাশির আজকের রাশিফলঃ
আপনার ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করিতে পারিবেন। ব্যবসায় জটিলতা কাটিয়া উঠার ভালো সময় আজ। ইতিবাচক সংবাদে আশাবাদী হইবেন।কাজে কর্মে উতসাহ বৃদ্ধি পাইবে। আনন্দে থাকুন,সুস্থ থাকুন।
বৃষ রাশির আজকের রাশিফলঃ
ব্যয়চাপ অব্যাহত থাকিবে। অযথা উৎকণ্ঠা বিরাজ করিতে পারে। কারো সাহচর্যে আনন্দ পাইবেন। সমস্যা সমাধানে নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগান।কোনো শুভ কাজে অংশগ্রহণ করিতে পারেন।
মিথুন রাশির আজকের রাশিফল:
আগের তুলনায় যোগাযোগ ও আয় বৃদ্ধি পাইবে। বন্ধুর সহযোগিতা পাইবেন। প্রেম-প্রণয় অতীব শুভ। ব্যবসায় ভালো সুযোগ আসিবে। সাহসী পদক্ষেপে পরিকল্পনা বাস্তবায়িত করুন।
কর্কট:
কোনো যোগাযোগ ব্যাবসায়িক কর্মকাণ্ড প্রসারের ক্ষেত্রে সহায়ক হইবে। চাকরিজীবীরা পদস্থের সুনজরে থাকিবেন। জীবনের প্রতি উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। স্বাস্থ্যবিধি মানিয়া চলুন।
সিংহ:
অর্থাভাবে আটকে থাকা ব্যাবসায়িক কর্মকাণ্ডে অর্থের জোগান পাওয়া সহজ হইবে। নিজস্ব বুদ্ধিবলে কঠিন সমস্যার সমাধান করিতে পারবেন। ভ্রমণ শুভ।শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি হইবে।
কন্যা:
কোনো ভালো কাজ আটকে যাওয়ার আশঙ্কা। ব্যবসায় একটু চাপ বাড়িতে পারে। আপনার নিয়ন্ত্রণ দক্ষতায় সবকিছু নিয়ন্ত্রণে রাখুন।নতুন যোগাযোগে সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে আগাইতে পারেন।
তুলা:
কাজে দায়িত্ব বাড়িবে।অংশীদারের সঙ্গে আরো বেশি সমঝোতার মনোভাব প্রদর্শন করিতে হইবে।ঘনিষ্ঠ কারো সহযোগিতা পাইবেন। বিপর্যয় মোকাবেলায় পরিকল্পনা গ্রহণ করিতে হইবে।
বৃশ্চিক:
কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব হইতে পারে। কারো সঙ্গে মতান্তর ঘটিতে পারে। গুরুদায়িত্ব গ্রহণে অনীহা আসিতে পারে। মানসিক স্থিরতা প্রয়োজন।কর্মক্ষেত্রে চাপ থাকলেও কিছু ইতিবাচক সংবাদ পাইবেন।
ধনু:
কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ভাবিতে পারেন। কাজে অন্যের সহযোগিতা পাইবেন। প্রেমের বাধা মিটিবে। নিজের শক্তিকে উপলব্ধি করিতে পারিবেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাইবেন।
মকর:
পারিবারিক কাজে ব্যস্ত থাকিতে পারেন। কাজ নিরলসভাবে করুন। সঠিক প্রচেষ্টায় ভালো ফল পাইবেন।কোনো ভালো কাজ করে মানসিক শান্তি পাইতে পারেন। নিজের দুর্বলতা অন্যকে না বলাই শ্রেয়।
কুম্ভ:
কোনো যোগাযোগে ইতিবাচক ফলাফল পাইতে পারেন। নতুন পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত রহিয়াছে। ভাই-বোনদের সহযোগিতা পাইবেন। ব্যবসায় ভালো সুযোগ আসিবে। শরীরের যত্ন নিন।
মীন:
কোনো প্রচেষ্টার ফল পাইতে পারেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা বিদ্যমান। কর্মক্ষেত্র উদ্দীপনাপূর্ণ থাকিবে। পাওনা আদায়ে অগ্রগতি। অন্যের ওপর নির্ভরশীলতা কমিবে।কাজে দক্ষতার পরিচয় দিতে পারিবেন।