আজকের রাশিফল || বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ
তো চলুন জানিয়া নেওয়া যাক আপনার আজকের রাশিফল ও গ্রহ-নক্ষত্র কি বলিতেছে-
মেষঃ ইচ্ছানুসারে কাজের স্বাধীনতা পাইবেন। কোনো পদস্থ ব্যক্তির আনুকূল্য লাভ হইতে পারে। বন্ধুর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করিতে পারেন।
বৃষঃ কিছুটা মানসিক চাপ থাকলেও ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাইবেন। স্থির বুদ্ধির দ্বারা সময়ের মোকাবেলা করুন।
মিথুনঃ ব্যাবসায়িক জটিলতা কাটিয়ে উঠিতে পারিবেন। অর্থাগমের নতুন পথ পাইতে পারেন। ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগিতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কটঃ দাম্পত্য ক্ষেত্রে ভুল-বোঝাবুঝির অবসান হইবে। ব্যবসায়ীদের বাড়তি আয়ের সুযোগ আসিবে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হইবে।
সিংহঃ সঠিক প্রচেষ্টায় কাজের অগ্রগতি হইবে।নতুন সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগাইতে পারেন। পারিবারিক সম্প্রীতি অটুট রাখতে আপনাকে কুশলী থাকিতে হইবে।
কন্যাঃ আপনার কাজে অন্যকে উৎসাহিত করিতে পারিবেন। কোনো বন্ধুর সমস্যায় চিন্তিত থাকিতে পারেন। ব্যবসায় ভুল সিদ্ধান্তের কারণে জটিলতা সৃষ্টি হইতে পারে। স্বাস্থ্যবিধি মানিয়া চলুন।
তুলাঃ প্রেম-প্রীতির ক্ষেত্রে দিনটি শুভ। সম্পত্তি নিয়ে শরিকি আলোচনা হইতে পারে। ব্যবসায় মন্দা থাকলেও উন্নতির যোগ রহিয়াছে। বিতর্ক এড়িয়ে চলুন।
বৃশ্চিকঃ কাজে পারদর্শিতা দেখাইতে পারিবেন। প্রতিপক্ষ সক্রিয় থাকিতে পারে। ভয়ের কিছু নেই। উপার্জন হইলেও আর্থিক চাপের মধ্যে থাকিতে হইবে। সময় ও সুযোগের সুষ্ঠু ব্যবহার করুন।
ধনুঃ আর্থিক সাহায্য মেলার আশ্বাস। হারানো কিছু পুনরুদ্ধার হইতে পারে। নিজস্ব বুদ্ধিবলে কঠিন সমস্যার সমাধান করিতে পারিবেন। রোমান্স শুভ।
মকরঃ অবসাদের ফলে অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাইবে। নিজের মধ্যে উৎসাহ আনুন। জেদের বশে কোনো কাজ করিবেন না। সুস্থ থাকুন।
কুুুম্ভঃ মসামাজিক যোগাযোগ বৃদ্ধি পাইবে। কোনো আত্মীয় মানসিক অস্থিরতার কারণ হইতে পারে। পেশাগত দিক ভালো যাবে। গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখুন।
মীনঃ আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসিতে পারে। কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসিতে পারে। প্রচেষ্টা অব্যাহত রাখুন। ভালো থাকুন।
বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news