আজকের রাশিফল | বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ
তো চলুন জানিয়া নেওয়া যাক কি বলিতেছে আপনার আজকের রাশিফল ও গ্রহ-নক্ষত্র
মেষ রাশির আজকের রাশিফল:
পদস্থ ব্যক্তির আনুকূল্য পাইবেন। ব্যাবসায়িক কিছু বকেয়া বিল আদায়ের চেষ্টা সফল হইতে পারেন। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন।
বৃষ রাশির আজকের রাশিফল:
বিদেশ থেকে ভালো সংবাদ পাইতে পারেন। শিক্ষার্থীদের শিক্ষায় অগ্রগতি। আর্থিক অবস্থা ভালো বলা যায়। প্রিয়জনের অনুপ্রেরণায় উদ্যমী হইয়া উঠিবেন।
মিথুন রাশির আজকের রাশিফল:
কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাইবেন। স্বার্থের পরিপন্থী কারো অনুরোধ রক্ষা করতে হইতে পারে। ভুল সিদ্ধান্তে বিপর্যয় আসার আশঙ্কা। দ্বিধা-দ্বন্দ্বে না থেকে প্রয়োজনে বলিষ্ঠ সিদ্ধান্ত নিন।
কর্কট:
কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়িবে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি। আর্থিক যোগাযোগ শুভ। যৌথ কাজে অগ্রগতি। অন্যের দায়িত্ব নিবেন না। ইতিবাচক মনোভাব রাখুন।
সিংহ:
পরিবারের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপ আনন্দদায়ক হইবে। প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো কিছু হইবে। এমন ব্যক্তির সঙ্গে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করিবে। আবেগ পরিহার করুন।
কন্যা:
আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা রহিয়াছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাইবেন। প্রত্যাশা পূরণে বাধা-বিপত্তি দূর হইবে। কাজে পারদর্শিতা দেখাইতে সমর্থ হইবেন।
তুলা রাশির আজকের রাশিফল:
আর্থিক বিষয়ে দুশ্চিন্তা কমিবে। সম্পত্তিসংক্রান্ত কাজে অগ্রগতি। আর্থিক বিষয়ে কোনো যোগাযোগে আশাবাদী হইবেন। কর্মপরিবেশ অনুকূলে থাকিবে।
বৃশ্চিক:
বর্তমান পরিস্থিতি পরিবর্তনের সুযোগ আসিবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হইবে। সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাইবেন।
ধনু:
অর্থপ্রাপ্তির সম্ভাবনা রহিয়াছে। সামাজিক কাজে অংশীদার হইতে পারেন। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করিতে পারেন। একাগ্রতার সঙ্গে কাজ করিলে সুফল পাইবেন।
মকর:
নিজের কাজে অন্যকে খুশি করিতে পারিবেন। বকেয়া আদায়ে অগ্রগতি। পুরনো সমস্যা কাটিয়ে উঠিতে পারিবেন। প্রার্থনায় শান্তি পাইবেন।
কুম্ভ:
অহেতুক ব্যয়ের কারণে চাপ থাকিতে পারে। গুরুদায়িত্ব গ্রহণে অনীহা আসিতে পারে। সময়োচিত সিদ্ধান্ত কাজে সাফল্য আনিবে।
মীন:
শুভ সংবাদে আশাবাদী হইবেন। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকিবে। অর্থ উপার্জনের সুযোগ আসিবে। কাজে কৌশলী হলে সফলতা পাইবেন।