আকবর শাহ থানা অনলাইন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকীতে মাস্ক ও ইফতার বিতরণ
আকবর শাহ থানা অনলাইন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাস্ক ও ইফতার বিতরণ করা হয় সোমবার।
সোমবার (১৯ এপ্রিল) বিকালে আকবরশাহ থানা অনলাইন সোসাইটির বর্ষপূর্তি উপলক্ষে উক্ত সংগঠন এর প্রতিষ্ঠাতা মোঃ জাফর ইকবাল জনির সভাপতিত্বে এবং হারুনুর রশিদ নোবেলের সঞ্চালনায় অসহায় দরিদ্র ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
আকবর শাহ থানা অনলাইন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকীতে মাস্ক ও ইফতার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহুরুল আলম জসিম বলেন, ‘করোনা প্রতিরোধে আমাদের যার যার অবস্থান থেকে সাস্থবিধি মেনে চলতে হবে, প্রয়োজন এর তাগিদে বাসার বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে ও সতর্ক থাকতে হবে। যাদের অর্থনৈতিক অবস্থান ভালো তাদের কে অসহায় – দুস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করছি।
ইফতার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শিমুল এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি সামিয়া কুদ্দুস সহ আকবরশাহ অনলাইন সোসাইটির নেতৃবৃন্দ।