অবৈধ অনুপ্রবেশের অপরাধে নীলফামারীতে ভারতীয় তরুণী গ্রেফতার
অবৈধ অনুপ্রবেশের অপরাধে নীলফামারীতে মিতালী দাস (২১) নামে এক ভারতীয় তরুণীকে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার (২৮ এপ্রিল) ভোরে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় তরুণী মিতালিকে গ্রেফতার করা হয়।
অবৈধ অনুপ্রবেশের অপরাধে গ্রেফতারকৃত মিতালি দাস ভারতের জলপাইগুড়ি জেলার মাল বাজার থানার নেতাজি কলোনীর মাল হাসপাতালের পেছনের এলাকার অভিজিৎ দাসের মেয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সুবাদে নীলফামারীতে এক ফেসবুক বান্ধবীর বাড়িতে এসেছিলেন মিতালি।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অবেৈধ অনুপ্রবেশের অপরাধে মিতালি দাস নামে এক ভারতীয় তরুণীকে গ্রেফতার করে।
মিতালি দাস গত ৬ মার্চ পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেন দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে।
এরপর মিতালি ঢাকার হেমায়েতপুরস্থ চাচা রবিন্দ্র দাস (৪৫) ও গোবিন্দ দাসের (৪২) বাড়িতে অবস্থান শেষে করে।
তারপর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল এলাকায় মিতালি এক বান্ধবীর বাড়িতে বেশ কিছুদিন ধরে অবস্থান করছিলেন।
পরবর্তীতে যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সুবাধে মিতালি নীলফামারীতে ফেসবুক বান্ধবীর বাসায় আসেন।
নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, অবৈধভাবে অনুপ্রবেশ অপরাধে গ্রেফতার মিতালি দাসের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে ভারতীয় তরুণী মিতালিকে।