অবশেষে গাঁজা বৈধ পাকিস্তানেঃ ইমরান খান সরকার
ইমরান খান সরকার পাকিস্তানে গাঁজা বৈধ করেছেন। এখন থেকে পাকিস্তানের মানুষজন তাদের প্রয়োজনে চিকিৎসার উদ্দেশ্যে গাঁজা (মারিজুয়ানা, গাঞ্জা) ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে।
পাকিস্তানের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, শিল্পক্ষেত্রে গাঁজা ও গাঁজাসংশ্লিষ্ট পণ্যের ব্যবহার এবং দেশ কীভাবে গাঁজা থেকে লাভবান হতে পারে তা তুলে ধরেন টুইটারে এক টুইট বার্তায়।
সম্প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রথমবারের মতো চিকিৎসা ও শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য গাঁজার লাইসেন্স প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। সরকারের এই সিদ্ধান্তকে অনেকে ভাল ভাবে নেইনি। কিন্তু আবার অনেকে পাকিস্তানের এই সিদ্বান্তক্র স্বাগত জানিয়েছে।
কানাডাসহ আরও কয়েকটি দেশ আগেই চিকিৎসা খাতে ব্যবহারের জন্য গাঁজার বৈধতা দিয়েছে। এছাড়াও বিভিন্ন দেশের অনেক রাজ্যে গাঁজা বৈধ হিসেবে ব্যবহার করা হয়। এশিয়ায় এই প্রথম মুসলিম কোন রাষ্ট্র গাঁজা বৈধ করেছেন।